অত্র ইউনিয়নটিতে জমিদার প্রথার সময় হিন্দুসাহাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সাহাদের নমের উপর ভিত্তি করে অত্র ইউনিয়নটির নাম হয়েছে সাহাপাড়া ইউনিয়ন। সেই হিন্দু সম্প্রদায়ের একজন ছিলেন জমিদার তার নাম ছিল কাশিনাথ গুপ্ত। তিনিও তার নামের উপর ভিত্তি করে অত্র ইউনিয়নে তুলসীঘাট বাজারে একটি হাইস্কুল করেন তার নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়।