সু- খবর সু- খবর সু- খবর
ঘণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্ববধানে বিদেশে চাকুরী করিকে ইচ্ছুক প্রার্ঞীদের নাম নিবন্ধন সম্পরতর্কিত জরুলী বিজ্ঞপ্তি। এতদ্বারা বিদেশে চাকুরী করিতে ইচ্ছুক প্রার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিশ্বের বিভিন্ন দেশে সরকারী ও বেসরকারী ভাবে বৈদেশিক চাকুরির জন্য আগ্রহ প্রৃরষ ও মহিলা প্রার্থীদের যোগ্যতা অনুয়ায়ী ও প্রার্থীর পছন্দমত ৩৯২টি পেশায় ডিজিটাল পদ্ধতিতে ২৮-০৯-১৩ হতে ০৪-১০-২০১৩ইং তারিখ পর্যন্ত সাহাপাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র নিবন্ধন করা হবে।
প্রার্থীল বয়স ১৮-৪৫ বছর্ মহিলা গৃহকর্মী পেশায় বয়স ২৫ হতে ৪৫ বছর। গার্মেন্টস ও অন্যান্য পেশায় মহিলা প্রার্থীদের বয়স ১৮ হতে ৪৫ বছর। প্রার্থীর যোগ্যতা অনুযায়ী তার পছন্দমত ৭টি দেশে আবেদন করতে পারবেন। যাহাদের কোন ট্রেড, পেশা এবং দক্ষতা নাই তারা সাধারন কর্মী হিসাবে নিবন্ধন করতে পারবেন। ইতিপূর্বে মালেয়েশিয়া, হংকং, সিংগাপুর ও জর্ডানের জন্য যে সকল নারী ও পুরুষ আবেদন করেছেন তাহাদের পুনরায় ট্রেডভিত্তিক আবেদন করতে হবে। নিবন্ধন ভূক্ত প্রার্থীগণ বিদেশে না যাওয়া পর্যন্ত নতুন করে আগামী (০২) দুই বছর নিবন্ধন করতে পারবেন না।
# নিবন্ধন ফি- ২৫০/- (দুইশত পঞ্চাশ টাক মাত্র)
ফরম সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন-
সাহাপাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে
তুলসীঘাট, গাইবান্ধা সদ্।
প্রযোজনে- ০১৭৩৪-৭৫৩৫৬২ অখবা ০১৯২৯-৯২৫৯৮৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস