Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

ইউনিয়নের সীমানা/ভৌগলিক অবস্থান-

 

গাইবান্ধা জেলা শহর থেকে ৭ কিমি পশ্চিমে গাইবান্ধা পলাশবাড়ী সড়ক ঘেষে তুলসীঘাট নামক স্থানে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। কবে কখন সাহাপাড়া ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে সে সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। কথিত আছে অনেক আগে তুলসীঘাট বাজারে সাহাদের অবস্থান ও ব্যবসা বানিজ্য ছিল প্রকট, সে থেকেই এ এলাকার নাম করন হয় সাহাপাড়া। তবে কোন ইতিহাসে বা কোন লেখকের লিখনিতে এর কোন সত্যতা পাওয়া যায় নাই।

            ৭.৩১ বর্গ মাইলে ১৯ টি গ্রামে ৬,৫১২ টি বাড়ীতে মোট ২৬,৫৯৯ জন (প্রায়) নিয়ে সাহাপাড়া ইউনিয়ন। এর পূর্বে বল্লমঝাড় ইউপি দক্ষিনে রামচন্দ্রপুর ইউপি, পশ্চিমে খোর্দ্দকোমরপুর ও বেতকাপা এবং উত্তরে বনগ্রাম ইউপি । এ ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষি কাজ করে।

ইউনিয়নের আয়তন-

৪,৬৮৩.৩২একর (৭.৩১ বর্গমাইল)